আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি থানায় অভিযোগ করতে আসা ব্যক্তিকে খাদ্য সামগ্রী প্রদান করে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির। বুধবার রাত ১০ টায় এ অসহায় ব্যক্তিকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করেছেন তিনি। সে উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র মোঃ আরিফুল ইসলাম (৩০) তিনি থানায় জমিজমা সংক্রান্ত অভিযোগ করতে আসলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির তার অভিযোগ শুনে বুঝে খোজ খবর নিয়ে জানতে পারে সে খুবই হতদরিদ্র, গরিব ও অসহায় তখন আত্মমানবতার সেবায় নিয়োজিত অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে তাকে আটা, আলু, পেঁয়াজ, লবণ, সোয়াবিন তেল, সাবান, ডাল এর একটি প্যাকেজ সামগ্রী হাতে তুলে দেন।খাদ্য সামগ্রী পেয়ে অসহায় আরিফুল আনন্দে আত্মহারা হয়ে যায়। এ সময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা যারা সচ্ছল তারা যদি এসব অসহায় মানুষের পাশে যেয়ে দাঁড়াই তাহলে এ অসহায় পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে।দেশের এই ক্রান্তিলগ্নে তিনি যাহাতে সুস্থ ভাবে সাধারণ অসহায় মানুষের সেবা করে যেতে পারেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির তিনি আশাশুনিতে যোগদানের পর থেকে কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ তিনি অসহায় হতদরিদ্র মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি প্রমাণ করলেন পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয় দেশের স্বার্থে অসহায় মানুষের সেবায় সব সময় নিয়োজিত। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি থানার এস আই হানানুজ্জামান হাসানসহ থানার কর্মকর্তাবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট