হোম ফিচার আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে ১৩৫০ কার্টুন সুপেয় পানি বিতরন

নিজস্ব প্রতিনিধি :

ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে সুপেয় পানীর তীব্র সংকট দেখা দেওয়ায় সেখানে ১৩৫০ কার্টুন নয়া ড্রিংকিং ওয়াটারের বোতলজাত পানি বিতরন করা হয়েছে। খালিদ বেভারেজ এর আয়োজনে শনিবার দুপুরে উপজেলার কৈখালীতে উক্ত পানি বিতরনের উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সহকারী পরিচালক মনির হোসেন প্রমুখ। এছাড়া খালিদ বেভারেজ এর এমডি খালিদ হোসেন শান্ত’র পক্ষে সেখানে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক এনামুল হক জুয়েল ও হাবিবুর রহমান পিন্টু। উপজেলার তিনটি স্থানে এই বোতলজাত সুপেয় পানি বিতরন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন