হোম অন্যান্যসারাদেশ অপহরণের পর মুক্তিপণ: মেঘনায় ফোরকান বাহিনীর ৪ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক:

জেলে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে ভোলার মেঘনার জলদস্যু ফোরকান বাহিনীর চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে গ্রেফতারদের তজুমদ্দিন থানায় নেয়া হয়। এরপর তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থকে তাদের গ্রেফতার করে পুলিশ।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গত ৬ জানুয়ারি মধ্যরাতে তজুমদ্দিনের মেঘনার চর মোজাম্মেল থেকে মাছধরা অবস্থা আবদুল হাই ও মো. ইউসুফ আলীকে অপহরণ করে নোয়াখালীর হাতিয়া নিয়ে যাওয়া হয়। তাদের মুক্তির জন্য এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকাশ ও নগদের দুটি পৃথক ফোন নাম্বারও দেয় অপহরণকারীরা।

অপহৃতদের আত্মীয় সেলিম মাঝি ওই মোবাইল ফোন নম্বরে এক লাখ টাকা পরিশোধ করলে ৭ জানুয়ারি অপহৃত দুই জেলে মুক্তি পান। ১০ জানুয়ারি সেলিম মাঝি অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে তজুমদ্দিন থানায় মামলা করেন।

এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে লোকমান মাঝি, রিয়াজ, কামাল হোসেন ও মো. মিরাজকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিন হাজার ২০০ টাকা ও একটি ট্রলার জব্দ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন