হোম অন্যান্যসারাদেশ আগামীকাল কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বুধবার( ৮ জুন) কলারোয়া ব্র্যাক অফিস প্রাঙ্গনে( আলিয়া মাদ্রাসা সংলগ্ন) সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ক্যাম্পের সেবা কার্যক্রম চলবে।

ব্র্যাক অফিসের ক্যাম্প অর্গানাইজার মাহবুব রহমান জানান, জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় “সাইটসেভার্স” র অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের( শিরোমনি) অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চক্ষুসেবা প্রদান করা হয়।

তিনি আরো জানান, সকল চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চক্ষু সেবা প্রদান, চোখের ছানির রোগী বাছাইকরণ শেষে অপারেশন করা হয়। এ ছাড়া, বয়স্কভাতা,বিধবাভাতা কার্ডধারী ও অতি দরিদ্র,প্রতিবন্ধিদের বিনামূল্যে ছানি অপারেশন করার সুযোগ আছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন