কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কাউটসের সভাপতি রুলী বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা শেষে উপজেলা স্কাউটসের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার (৬ জুন) বেলা ৩ টার দিকে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএইচএম রোকনুজ্জামান, কলারোয়া উপজেলা স্কাউটসের কমিশনার ইউনুস আলী, উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, স্কাউট গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম, শামসুল হক, যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল ওহাব মামুন, উপজেলা স্কাউট লিডার স্বপন কুমার চৌধুরী, কাব লিডার অনুপ কুমার ঘোষ, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, সহকারী কমিশনার শেখ শাহাজাহান আলী শাহিন, সহ.সভাপতি মুজিবর রহমান, গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক পারুল আকতার, আরশাদ আলী, সহযোযিত সদস্য এ্যাড: শেখ কামাল রেজা, মিজানুর রহমান, লক্ষন বিশ্বাসসহ সূধিবৃন্দ।
সভায় স্কাউটের পি.এস ও শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারীদের এবং সি.এল.টি অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভার শুরুতেই পদাধিকারবলে উপজেলা স্কাউটসের সভাপতি ইউএনও রুলী বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।