ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
করোনাকালীন সময়ে কোভিড-১৯ সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে অসামান্য ভূমিকা পালন করায় বাগেরহাটের ফকিরহাটে ‘করোনা যোদ্ধা’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
ফকিরহাট সনাতন জাগরণী সংঘের প্রথম বর্র্ষ পূতিতে শনিবার সন্ধ্যা ৭টায় ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা গীতা সংঘের সভাপতি দেবাশীস কর্মকার, বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল চন্দ্র রায়, জিয়ালতলা ধামের আশ্রম অধ্যক্ষ নারায়ন চন্দ্র গোস্বামী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, বাগেরহাট সদর হাসপাতালের সুপারেন্টেন্ড ডা. অসিম কুমার সমাদ্দার, মেডিকেল অফিসার ডা. শিশির কুমার বসু, মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু।
এতে সভাপতিত্ব করেন সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মনোতোষ রায় কেষ্ট।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শেখ ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মান্না দে সহ চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের ১৯জনকে করোনা সম্মাননা স্বারক সরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটির নেতৃবৃন্দ, ফকিরহাট সনাতন জাগরণী সংঘের নেতৃবৃন্দ, গীতা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।