কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২২’ র প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষনে অংশগ্রহন করেন জনশুমারি সুপারভাইজার ও গননাকারীগণ।
শনিবার (৪ জুন) সকালে প্রথম ব্যাচের প্রশিক্ষণ ৪ থেকে ৭ জুন পৃথক ভ্যেনুতে অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ, আলিয়া মাদ্রাসা, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও কুশোডাঙ্গাতে উপস্থিত জনশুমারি সুপারভাইজার ও গননাকারীগণকে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ও জোনাল অফিসারবৃন্দ।
উপজেলায় ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ। প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, জোনাল অফিসার দীপা রানী বিশ্বাস সহ সূধিবৃন্দ।