দেবহাটা প্রতিনিধি :
বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্নিঝড় অশনি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে দেবহাটা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর,উপজেলা স্বাস্থ ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,পল্লী বিদ্যুৎ’র এজিএম জহরুল ইসলাম জুয়েল,শিক্ষা অফিসার শাহাজাহান আলী,পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসান, কুলিয়াা ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ফায়ার সার্ভিসের নিজাম উদ্দীন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঘূর্নিঝড়ের পূর্ব ও পরবর্তী সমযয়ের প্রস্থতি হিসেবে সর্বোচ্চ জণসচেতনতা সৃষ্টি, পাঁচটি ইউনিয়নের পনেরটি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান সমুহ অস্থায়ী সাইক্লোন শেল্টার হিসেবে প্রস্তুত রাখা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম ও কন্ট্রোল রুম চালু, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম প্রস্তুত রাখা, প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এনজিও এবং জনপ্রতনিধিদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক, স্কাউটস, স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে দূর্যোগ কালীন কমিটির কার্যক্রম পরিচালনা করার বিষয় সিদ্ধান্ত নেয়াা হয়েছে।