হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আট্টাকী কুৃন্ডুপাড়া শীতলা মন্দিরের নবনির্মিত ভবনের উদ্বোধণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী কুন্ডুপাড়া সার্বজনীন শীতলা মন্দিরে ধর্মীয় রীতি অনুযায়ী ঘট প্রতিস্থাপন ও নবনির্মিত মন্দির ভবনের উদ্বোধণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

নবনির্মিত মন্দির ভবনের দ্বার উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার।

এতে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুনিল কুমার কুন্ডু। মন্দির কমিটির সাধার সম্পাদক অলোক কুমার কুন্ডুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, উপজেলা সদর সার্বজনীন কালি মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মুরারী মোহন পাল, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, অসিম চক্রবর্তী, কুন্ডুপাড়া শীতলা মন্দিরের কোষাধ্যক্ষ অশোক কুমার কুন্ডু, দেব প্রসাদ কুন্ডু, গোবিন্দ চন্দ্র কুন্ডু, বিকাশ বিশ্বাসসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন