মিলন হোসেন বেনাপোল :
বেনাপোল সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে সাদিপুর গ্রাম থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, বেনাপোল পৌর এলাকার বড়আঁচড়া গ্রামের সুলতানের ছেলে আব্দুল জলিল (৫০) ও একই গ্রামের আবু মুছার স্ত্রী বিউটি খাতুন(২৮)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদে জানতে পারি দুই মাদক ব্যবসায়ী সাদিপুর গ্রাম থেকে একটি মাদকের চালান নিয়ে বাজারের দিকে যাবে । এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল সাদিপুর বেলতলা মোড়ে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করেন ।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন ,আটককৃত আসামিদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।