হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের ০২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

শ্যামনাগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের ০২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে, প্রথম দিনের প্রশিক্ষণ শনিবার সকাল সাড়ে নটায় শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ও প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে শ্যামনগর সদর টিম লিডার আব্দুর রশিদ নান্টু সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপজেলা উপজেলা সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ।

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা টিমলিডার ( সিপিপি) মাকছুদুর রহমান মুকুল, পদ্মাপুকুর ইউনিয়ন টিম লিডার মোঃ মহিবুল্লাহ, ইউনিট টিম লিডার মোঃ নজরুল ইসলাম, ভবসিন্ধু কুমার মন্ডল, হেলাল মাহমুদ মিন্টু পদ্মাপুকুর ইউনিয়ন টিম লিডার মোঃ মহিবুল্লাহ, স্বেচ্ছাসেবক মেহেদী হাসান মারুফ, রমজাননগর স্বেচ্ছাসেবক ফারুক হোসেন সহ বিভিন্ন টিম থেকে আগত পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের সুন্দরবন উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সময় কাজ করার উপরে দিকনির্দেশনা প্রাথমিক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন