হোম অন্যান্যসারাদেশ পিরোজপুর জেলা বিএনপি’র কমিটি গঠন

পিরোজপুর অফিস :

পিরোজপুর জেলা বিএনপি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। (১৫ই এপ্রিল) শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনার তথ্য নিশ্চিত করা হয়।

নতুন গঠিত ওই কমিটিতে জেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনকে আহ্বায়ক, জেলার সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সদস্য সচিব ও জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সদস্য করে ওই কমিটি ঘোষনা করা হয়েছে।

নতুন গঠিত ওই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। তারা জানান, কেন্দ্র একটি সুন্দর কমিটি ঘোষনা করেছেন। নতুন ঘোষিত ওই কমিটি জেলা বিএনপি’র রাজনীতিতে এক নতুন দিক উম্মোচন করবে।

উল্লেখ্য, নতুন গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি থাকা কালে এরশাদ বিরোধী আন্দোলনে পিরোজপুর ও বরিশালে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় তিনি একাধীক মামলার আসামী হয়ে কারাবরন করেছেন। তিনি তার পিতা পিরোজপুরের বিশিষ্ট দানবীর আলহাজ্ব আব্দুস সোবাহান-এর প্রতিষ্ঠিত সদর উপজেলার তেজদাসকাঠী কলেজে অধ্যাপনা করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন