হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ রতনপুরে পাওনা টাকা চাওয়ায় চায়ের দোকানীকে ছুরিকাঘাত,স্ত্রীর শ্লীলতাহানি : থানায় এজাহার

কালিগঞ্জ রতনপুরে পাওনা টাকা চাওয়ায় চায়ের দোকানীকে ছুরিকাঘাত,স্ত্রীর শ্লীলতাহানি : থানায় এজাহার

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার রতনপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও ছিনতাই এর ঘটনা ঘটে । এ-ঘটনায় স্বামী ও স্ত্রী দুই জন গুরুত্বর অসুস্থ হয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এবিষয়ে কালিগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানাযায়, মহিষকুড় গ্রামের আলামিন হোসেন (৩০) নামের এক যুবক রতনপুর বাজার হইতে মহিষকুড় যাওয়ার পথে রাস্তার বাম পাশে দোকান দিয়া চা বিক্রয় করতো। একই এলাকার তানশেন আলীর ছেলে মফিজ (২৫) তার চায়ের দোকানে টাকা বাকী পড়ে যায়। আলামিন তার পাওনা টাকা চায়লে সে আজ দেই কাল দেই বলে ঘুরাতে থাকে। গত ০৮মে সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আলামিন বাড়ী ফেরার পথে, মফিজ এর বাড়ীর সামনে রাস্তার উপর দেখা পাইয়া পাওনা টাকা চাহিলে, তার উপর উত্তেজিত হইয়া, অশ্রব্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং খুন জখমের হুমকি দেয়।

আলামিন তার প্রতিবাদ করায়, তানশেন আলীর ছেলে,মফিজ ও শেখ রসুলের ছেলে জাহিদসহ আরো কয়েক জন তাকে অতর্কিত ভাবে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে ও ধারালো চাকুর আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে । হামলাকারীরা লোহার রড দিয়া মাথায় আঘাত করলে, মাথার বাম পাশে লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এবং তার পকেটে থাকা ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় ।

আলামিনের ডাক চিৎকারে তার স্ত্রী ও মা এগিয়ে আসলে, তাদেরকেও লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। এসময় তার স্ত্রীর পরিহিত কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায় ও গর্ভবতী স্ত্রীর তলপেটে লাথি মেরে গুরুত্বর জখম করে। যার ফলে ওই গর্ভবতী নারীর শরীর থেকে রক্ত ক্ষরণ হচ্ছে বলে জানা গেছে । এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে, আলামিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম (২৫)কে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

এবিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হুসেন জানান,একটি এজাহার পেয়ে এক জন এসআইকে তদন্ত করতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন