হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় আওয়ামী ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হয়েছে। শিক্ষা, শান্তি, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজ, সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।

৪ জানুয়ারী (মঙ্গলবার) সকালে স্থানীয় ছাত্রলীগ কার্যলয়ে সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজীর হোসেন হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকার কথা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম সহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ। অনুরুপভাবে, ধানদিয়া ’বেগম খালেদা জিয়া ’কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন