কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর কাউন্সিলর ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার(১২ অক্টোবর) শুভ মহা সপ্তমীর সন্ধ্যায় মুরারীকাটি দক্ষিন পালপাড়া পূজা মন্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স
নাতন ধর্মীয় নেতা রনজিৎ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন,পৌর কাউন্সিলর দিথী খাতুন, কাউন্সির আকিমুদ্দীর আকি,যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ ওয়ার্ড আ’লীগ ও স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কয়েকশত হিন্দুধর্মীয় ব্যক্তির মাঝে শারদীয় দূর্গা পূজার উপহার হিসাবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে বলে জানা যায়।