হোম অন্যান্যসারাদেশ বিশিষ্ট প্রাবন্ধিক গাজী আজিজুর রহমানের ৭৪তম জন্মদিন আজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

গাজী আজিজুর রহমানের আজ ৭৪তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের দার্জিলিংয়ে তিনি জন্মগ্রহণ করেন। তিনি এ দেশের প্রতিথযশা একজন লেখক-প্রাবন্ধিক-গবেষক-নাট্যকার ও সম্পাদক। পেশা ছিল অধ্যাপনা। এখন অবসরে। কিন্তু চাকরিজীবন থেকে অবসরে গেলেও বাস্তবিক অর্থে তার কোনো অবসর নেই। সারাক্ষণ ডুবে থাকেন লেখাপড়ার অতল গহ্বরে। যেখানে শুরু আছে শেষ নেই।

গাজী আজিজুর রহমানের লেখালেখির প্রিয় বিষয় মৃত্যু, আত্মহত্যা, বিশ্বসাহিত্য, ইতিহাস, কবিতা এবং আধুনিকতা। তবে এর পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কেও তাঁর লেখনি অবিচল, ক্ষুরধার। বর্তমানে লিখছেন কবি আবুল হাসানের আত্মজৈবনিক উপন্যাস ‘জীবন এতো ছোট কেন’।

সম্প্রতি শেষ করেছেন সুইডিশ কবি ও কথাশিল্পী নাট্যকার ও বুদ্ধিজীবী এবং শিল্পবোদ্ধা ও দার্শনিক পার লাগের্কভিস্টের এপিকধর্মী উপন্যাস ‘বরাব্বাস’ নিয়ে। অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশ হতে যাচ্ছে তাঁর গবেষণাগ্রন্থ বাঙলা ও বাঙালিয়ানা। শাশ^ত বাঙালি, আধুনিক বাঙালি, অহিংস-অসাম্প্রদায়িক ও মানবিক বাঙালি হতে হলে বাঙালি জাতি ও সংস্কৃতির অনুশীলনেই হতে হবে। বাঙলা ও বাঙালিয়ানা গ্রন্থে সেই বাঙালির রূপ-রস-সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতির সন্ধান মিলবে।

তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ, প্রবন্ধ গবেষণা ভ্রামণিক রবীন্দ্রনাথ (২০১৯), কবিদের কবি : জীবনানন্দ দাশ শামসুর রাহমান আবুল হাসান (২০১০ ও ২০১৮), বাংলার দ্বিতীয় রেনেসাঁ (২০১৮), স্বদেশ ভাবনা ও বঙ্গবন্ধু (২০১৭), সাহিত্যে সমাজবাস্তবতার ধারা (১৯৯২ ও ২০১৪), স্বেচ্ছামৃত্যুর করতলে কবি (১৯৯৬ ও ২০১৫), কালীগঞ্জের ইতিহাস ও মুক্তিযুদ্ধ (২০১৪), সাহিত্য ও সিংহাসন (১৯৯৯), আধুনিক বাংলা উপন্যাসের বিষয় ও শিল্পরূপ (২০০৯), সাতক্ষীরার ভাষা ও শব্দকোষ (২০০৪), নোবেল সাহিত্য পুরস্কারের শতবর্ষ (২০০১)সম্পাদনা মরণরে তুহু মম (২০০৪) এবং খান আনসার উদ্দীন আহমেদ রচনাবলী (১৯৯৯); উপন্যাস : জায়েদামঙ্গল (২০২০), বজ্রের বাঁশি (১৯৮৯), যোদ্ধার জতুগৃহ (১৯৯১), শামুক (১৯৯৬); নাটক সক্রেটিস (১৯৯৩), চন্দ্রাবতী (১৯৯৬), কালো সূর্যের নিচে (১৯৯১), অভাজন (১৯৯৯)।

সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাতক্ষীরা সাহিত্য একাডেমি পুরস্কার (১৯৯৫), শিমুল-পলাশ সাহিত্য পুরস্কার, (কলকাতা ২০০৪), বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চাকেন্দ্র পুরস্কার (২০০৭), সিকানদার আবু জাফর পদক (২০১২), কবি সুকান্ত পুরস্কার (কলকাতা ২০১৫)। দীর্ঘদিন সম্পাদনা করে যাচ্ছেন নদী নামের একটি সাহিত্যপত্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন