কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সামাজিক দূরত্ব মেনে উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ,কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ,নলতা কালীমাতা মন্দির এর সভাপতি পু রঞ্জন স্বর্ণকার ,গোবিন্দ কাটি পূজামন্ডপের সভাপতি দিলীপ সরকার ,ভাড়াশিমলা পূজা মন্ডপের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ,ধলবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ ঘরামি ,গোবিন্দপুর পূজামন্ডপের সভাপতি সিদ্ধান্ত সরকার প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, সাংবাদিক পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন বাংলাদেশ অসম্প্রদায়িক সম্প্রীতির দেশ ষমুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ষধর্ম যার যার উৎসব সবার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা ও সহযোগিতা করা হবে ষপূজা মন্ডব গুলিতে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
পাশাপাশি থানা পুলিশ থাকবে উপজেলা আনসার ভিডিপির ভ্রাম্যমাণ টিম পর্যবেক্ষণে থাকবে। এছাড়া পূজা মন্ডপ গুলোতে দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। এবছর কালিগঞ্জ উপজেলায় ৪৯ টি পূজামন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে অনুকূলে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।