দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ার শুভংকরকাটি’র মাতৃ
মন্দির উন্নয়ন কল্পে জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লাখ টাকার চেক প্রদান করা
হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি
আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে সোমবার রাত ৮টার দিকে সনাতন
ধর্মীয় নেতৃবৃন্দের হাতে ওই চেক প্রদান করা হয়। চেক প্রদানপূর্বক
মতবিনিময় সভায় বক্তব্য-কালে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগসহ সভাপতি
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের স্বপ্নের বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতার দেশ’। এই মন্ত্রে দীক্ষিত
হয়ে আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করবো এবং বঙ্গবন্ধুর সোনার
বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলইে
ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আসন্ন শারদীয়
দুর্গা পূজায় সকল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয়ার শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কয়লা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান শেখ
সোহেল রানা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক
সন্দীপ রায়, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনীল সাহা, যুগ্ম সম্পাদক
সন্তোষ কুমার পাল, হরেন্দ্র নাথ রায়, শুভংকরকাটি পরামানিক পাড়া মাতৃ
মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় গোপাল সিংহ, সাধারণ সম্পাদক গণেশ
চন্দ্র সিংহ, সনাতন ধর্মীয় নেতা মাস্টার উত্তম পাল, উত্তম ঘোষ, রাম লাল
দত্তসহ ধর্মীয় নেতৃবৃন্দ।