হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত, নাতি আহত

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনভ্যান মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রী এক বৃদ্ধা নিহত ও তার নাতি ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের কুল্যা মোড়ে। নিহত জাহানারা খাতুন (৬০) দেবহাটা উপজেলার বিল শিমুলবাড়িয়া গ্রামের আবুল সরকারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরার দিক থেকে চাপড়া অভিমুখে আসা (ঢাকা মেট্রো-জ-৪-০০০২) যাত্রীবাহী কুল্যা মোড়ের একটু আগে ঘটনাস্থলে পৌছালে ইঞ্জিনভ্যানের (খাটবডি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে ভ্যান চালক সাতক্ষীরা সদর উপজেলার সুকদেবপুর গ্রামের শাহ আলমের পুত্র মাসুদ রানা (২১) ও যাত্রী তার নানী জাহানারা রাস্তায় ছিটকে পড়ে।

নানী জাহানারা ছিটকে পড়ে গেলে বাসের পিছনের চাকা তার কোমরের উপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত ভ্যানচলক মাসুদ রানাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বাসচালক পুরোহিতপুর গ্রামের হযরত আলী বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মু. গোলাম কবিরের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচাল স্বাভাবিক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মৃতদেহ থানা হেফাজতে নেয়া হয়েছে এবং বাস থানা হেফাজতে আটক রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন