ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, এ্যাড: হিটলার গোলদার, নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাটপ জোনের ডিজিএম আহসানুল করিম, উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সাধারন সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্টসহ বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলায় এ বছর ৬৭টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।