হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে জাতীয় শ্রমিকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

১৫ আগষ্ট বাঙালী জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারে ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে ২৯ আগষ্ট রবিবার বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু। সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ম সাধারন সম্পাদক ও কুশুলিয়া ইউপির সাবেক সফল চেয়াম্যান ইঞ্জিনিয়র শেখ মোহেদী হাসান সুমন, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহিনুর রহমান, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম মনি, দেবহাটা উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবু তাহের, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পদাক তানভীর আহম্মেদ উজ্জল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ, বিষ্ণপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন