হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় কাজীরহাট বালিকা বিদ্যালয়ে এ্যাডহক কমিটির কর্মকর্তাদের এক মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবগঠিত এ্যাডহক কমিটির কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ আগষ্ট) সকাল ১০ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত স্কুল পরিচালনা কমিটির সভাপতি আ’লীগ নেতা সরদার আব্দুর রউফ।

স্কুলের প্রধান শিক্ষক ও এ্যাডহক কমিটির সদস্য সচিব শামছুল হকের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির শিক্ষানুরাগী সদস্য আজগর আলী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কেরালকাতা ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আ’লীগ নেতা ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউপি সদস্য জিয়ারুল ইসলাম, কে,কে,ই,পি হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম সোহাগ, শিক্ষক সুমন হোসেন, আ’লীগ নেতা সমাজ সেবক মজিবুর রহমান, আব্দুস ছাত্তার, শাহারিয়ার কবির হৃদয়সহ শিক্ষক মন্ডলী ও সূধিবৃন্দ।

সভায় বক্তারা, শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন ও অবকাঠামোগত উন্নয়নমূলক আলোচনা শেষে স্কুলের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল হামিদ সরদার ও প্রয়াত শিক্ষিকা আনজুয়ারা খাতুনের স্মৃতিচারণ করত: আত্মার মাগফেরাত কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন