কিশোরগঞ্জ প্রতিনিধি :
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আরজত আতর জান স্কুলের শিক্ষক- শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সন্ত্রাসী বাহিনী কর্তৃক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
জানা যায়, গত ২৩ আগস্ট সোমবার বিকেলে শহরের পৌর মহিলা কলেজ রোডের নূরু মিয়ার চায়ের দোকানে একদল যুবক প্রবেশ করে চা- পুরি খায়। পরে তারা খাবারের বিল পরিশোধ না করে জোরপূর্বক চলে যাওয়ার সময় দোকানীর এসএসসি পরীক্ষার্থী ছেলে রাকিব টাকা চাইলে তাদের সঙ্গে কথা- কাটাকাটি হয়।
পরে রাত সাড়ে আটটার দিকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাকিবের মা পারভীন আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কিশোরগঞ্জ সদর থানায় ওসি মোঃ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছে।