তাজমুল, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল হুদা রাসেল হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে গতকাল যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালের আইসিইউ’তে গভীর পর্যবেক্ষণের মধ্যে চিকিৎসাধীন আছেন।
খায়রুল হুদা রাসেল এর আশু রোগমুক্তি কামনা করেছেন ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন।
এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন, বড় ভাই খায়রুল হুদা রাসেল অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন, তাঁর আশুরোগ মুক্তি প্রার্থনা করছি ও মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ মালিক তাকে হেফাজত করুন।
