আশাশুনি প্রতিনিধি :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আশাশুনির শোভনালী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক রাজু আহম্মদ পিয়াল।
সদস্য সচিব মিজানুর রহমান মন্টুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহবায়ক তারিকুল আওয়াল সেজে, যুগ্ম সদস্য সচিব আবু মোঃ শাহনেওয়াজ , সদস্য দিলরুবা শারমিন, উপজেলা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি এমএম সাহেব আলী প্রমুখ।
সভা শেষে সকলের সর্ব সম্মতিক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক রাজু আহম্মদ পিয়াল ও সদস্য সচিব মিজানুর রহমান মন্টুর স্বাক্ষরিত গাউছুল আযম সভাপতি, রফিকুল ইসলাম, কামরুজ্জামান সরদার ডাবলু সহ-সভাপতি, রাঘবিন্দু সরকার সাধারন সম্পাদক, গৌতম বিশ্বাস যুগ্ম সাধারন সম্পাদক, আহসান হাবিব রিমন সাংগঠনিক সম্পাদক, আরিফুল ইসলাম প্রচার সম্পাদক, সুভাশিষ রায় দপ্তর সম্পাদক, ইব্রাহিম খলিল অর্থ সম্পাদক, শাহ আলম, সাজ্জাদুর বাহার, শরিফুল মোড়ল, কামরুজ্জামার মোড়ল, আবু হাসান, পলাশ কান্তি সরকারকে সদস্য করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আশাশুনি উপজেলা শোভনালী ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।