নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ ও অক্সিজেন বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র পক্ষে শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে করোনা আক্রান্ত রোগীদের স্বজনদের মাঝে উক্ত ঔষধ ও অক্সিজেন সামগ্রী বিতরন করা হয়।
নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কো-অডিনেটর মিজানুর রহমান ঔষধ ও অক্সিজেন সামগ্রী বিতরনকালে জানান, সাতক্ষীরায় করোনা পরিস্থিতি উদ্বেগ জনক অবস্থায় রয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে রোগী দিনদিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সামেক কর্তৃপক্ষ আন্তরিক ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন।
তবে অসহায় ও দুস্থ কিছু রোগী রয়েছেন যাদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই। নর্দান ইউনিভাসিটি বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধাতা থেকে অসহায় এসব করোনা আক্রান্ত ব্যাক্তিদের পাশে দাড়াচ্ছেন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত ৫০ জনের অধিক ব্যাক্তির আড়াই লক্ষ টাকার ঔধষ ও নগদ অর্থ বিতারণ করা হয়েছে। ৫০টির অধিক অক্সিজেন সিলেন্ডার দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ জানান,সাতক্ষীরা তার নিজের জেলা এ জেলার মানুষের জন্য কিছু করা তার নৈতিক দায়িত্ব এ দায়িত্ব বোধ থেকেই তিনি করোনা আক্রান্ত অসহায়, দুস্থ ও গরীব মানুষের সহায়তার অব্যাহত রেখেছেন ও ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।