হোম অন্যান্যসারাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১৬ জুলাই শুক্রবার সকালে শাহজালাল ইসলামী ব্যাংক চুকনগর শাখার ব্যবস্থাপনায় ৪০০ জন করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে ব্যাংকের প্রাঙ্গন থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ১কেজি ডাল, ৩কেজি আলু, ১কেজি লবণ ও ১টি সাবান।

সামাজিক দূরত্ব বজায় রেখে ডুমুরিয়ার চুকনগর এলাকার মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি এ বি এম শফিকুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক চুকনগর শাখার ব্যাবস্থাপক চৌধুরী নিয়াজ মোর্শেদ, চুকনগর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব সাহিদুল ইসলাম,মোঃ আমিনুর রহমান,গাজী মিজানুর রহমান মিজান, অশোক কুমার মল্লিক, সাংবাদিক এম রুহুল আমীন,শেখ এনামুল বাসার টিটো,ব্যাংকার জসিম উদ্দীন,মোঃ অলিউর ইসলাম খান,মোঃ অহেদুজ্জামান,মোঃ আবু রায়হান হুসাইন ও নাদিরা হুসাইন প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরন কালে খুলনা জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি এ বি এম শফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া চুকনগর এলাকার অসহায় মানুষদের মাঝে নিরব কান্না চলছে। আর সেই সকল অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংকে অভিনন্দন জানান। তিনি এই সময়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য চুকনগরের অন্যান্ন ব্যাংক সহ সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন