কিশোরগঞ্জ প্রতিনিধি :
কটিয়াদীতে বিয়ে পাগল এক প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কটিয়াদী উপজেলার মসূয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার নাম নাঈম (২৩)। বাড়ি চান্দপুর ইউনিয়নের শিমুলকান্দী গ্রামে। তার বাবার নাম মফিজ মিয়া বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ প্রতারক চক্রটি সহজ সরল পরিবারের মেয়েদের বিয়ে করে তাদের বাবা- মায়ের কাছ থেকে কৌশলে টাকা আদায় করে আসছিলো। এই চক্রের কেউ ছেলের বড় ভাই, কেউ চাচা, কেউবা আবার মামার পরিচয় দিয়ে আসতো। নাঈমের বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগও রয়েছে। গত ৯ মাসে কটিয়াদীতে ২টি, ভৈরবে ১টি ও নরসিংদীর মনোহরদীতে ১টি বিয়ে করেছে সে।
কটিয়াদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতারক চক্রটি দীর্ঘ দিন ধরে এলাকায় বিয়ে বাণিজ্য করে আসছে। নাঈম ওরফে রাজুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দন্ডবিধি আইনে মামলার দায়ের করা হয়েছে।