আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তিনি জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, এছাড়া কুল্যা ইউনিয়ন পরিষদের ৪র্থ বারের সফল নির্বাচিত চেয়ারম্যান সকলের প্রাণ প্রিয় এস,এম রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যুবরন করেছিলেন।
মরহুমের রূহের মাগফেতার কামনায় শুক্রবার মরহুমের নিজ গ্রামে কচুয়া জামে মসজিদে দোয়া ও মীলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মীলাদ পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওঃ আবু মুছা। অনুষ্ঠানে মরহুমের ভাতিজা, আওয়ামীলীগ নেতা ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওমর সাকি পলাশসহ পরিবারের সদস্য ও স্থানীয় মুসল্লিবৃন্দ অংশ নেন।