নিজস্ব প্রতিনিধি :
সামনে ঈদ। অথচ জেলার শত শত ভূমিহীন হতদরিদ্র পরিবারের কেউ প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী পায়নি। সেই হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রীর দাবিতে মেঝমিয়ার মোড়ে জেলা ভূমিহীন সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০.০৫.২০২১) বিকাল ৪ টায় সংগঠনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল, এম এ মান্নান পান্না, পৌর শাখার ভূমিহীন নেতা পলাশ, কুরবান আলী, সাইদুল, সাদিয়া সুলতানা নুরজাহান, আব্দুল হাকিম, সুনীল পদ দাস, ইয়াছিন আলী প্রমুখ।
বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যখন তখন জেলার কথিত ভূমিহীন সমিতির সংগঠনের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক অর্থ নিয়ে লাখোপতি বনে গেছেন যারা তারা বরাবরই অগোচরে থেকে যাচ্ছেন। ওই ভূমিহীন নামধারী জেলার চিহ্নত নেতাদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শত শত ভূমিহীন পরিবারের লোকজনের মাঝে দ্রুত খাদ্য সামগ্রী দেওয়া দাবি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রত্যাশা করেন বক্তারা।