হোম ফিচার বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ।

বেনাপোল প্রতিনিধি :

পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আজ সোমবার আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। তবে এ পথে দুই দেশের হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন সেক্রেটারি সাজেদুর রহমান

তিনি জানান, সোমবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বানিজ্য সচল হবে। ইমিগ্রেশনের ইনচার্জ আহসান হাবিব জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও করোনা সংক্রমণ রোধে গত ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রী যাতায়াত দুই সপ্তাহের জন্য বন্ধ ছিল।

ভারতে করোনা সংক্রমণের হার আরও বেড়ে যাওয়ায় পুনরায় আরও দুই সপ্তাহ নতুন পাসপোর্ট যাত্রী যাতায়াতের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। তবে যেসব পাসপোর্ট যাত্রীরা ভারত ও বাংলাদেশে আটকা পড়েছেন শুধু তারা দুই দেশের হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন