মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে রবিবার সকালে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসারের হাতে তারা ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ডেপুটি কমান্ডার মুজিবুর রহমান মিয়াসহ সকল ইউনিয়ন কমান্ডার বৃন্দ, মোল্লাহাট প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধার সন্তান, নবাগত উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ মাতৃভূমি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলো বলেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, ভাষা পেয়েছি, আমরা বড় বড় অফিসার হয়েছি। মুক্তিযোদ্ধা না হলে এটা সম্ভব হতোনা। তাই আমাদের সব সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে।