নড়াইল অফিস :
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংকৃতিক সংগঠন কতৃক গৃহিত দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান মালার শুভ সূচনা করা হয় শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। কর্মসূচি শেষে সেখান থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী পতিকৃতিতে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপস্থিত সকলে জাতীরজনকের জন্মদিনের কেক কাটেন। পরে জাতীর পিতার বিদেহি আন্তার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান মালার শেষ হয়।