হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের কাটিয়া (স্টাফকোয়াটার) এর সামনে এঘটনাটি ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম হাবিবুর রহমান ভুট্টো (৩৮)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩নং দমোদরপুর বটতলা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুর রহমান ভুট্টো, সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে কাটিয়া ফিডারের কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন। তারা সাথে সাথে ওই ফিডারের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে, একই স্থানে পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডারে উঠে পড়েন। এ সময় তিনি ৩৩ হাজার কে.বি ভোল্টেজের লাইনে হাত লাগানোর সাথে সাথে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ওই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন