হোম অন্যান্যসারাদেশ কটিয়াদীতে ওসি প্রত্যাহার
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নানের, বাড়িতে হামলা- ভাঙচুরের ঘটনায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) এম.এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এম.এ জলিলকে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া হামলার ঘটনায় গতকাল রাতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন।
কটিয়াদী থানা সূত্রে জানা যায়, রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হচ্ছেন মেহেদী হাসান, আতাউর রহমান মিন্টু ও কামাল হোসেন। আজ বিকেলে তাদের আদালতে পাঠালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাছলিমা আক্তারের, নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এর প্রতিবাদে আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বক্তারা বলেন, স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সরকারি খাস জমিতে অনৈতিকভাবে নিজ স্ত্রীর নামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছেন। এ নিয়ে বিরোধের কারণে এলাকাবাসীর সঙ্গে স্বাস্থ্য সচিবের লোকজনের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটলেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে কটিয়াদী- ২ আসনের এমপি নূর মোহাম্মদের কর্মী- সমর্থকদের নামে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন