মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদ কতৃক আয়োজিত শীতকালীন ক্যারাম টুর্নামেন্ট-২০২১ উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার রাতে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদ কার্যালয়ে এ ক্যারাম টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
সৌদি প্রবাসী সৈয়দ বজলুর রহমানের অর্থায়নে ও কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের আয়োজনে টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করে। উদ্ভোদনী খেলায় অংশগ্রহণ করেন লায়েস’র দল ও যুগান্তর স্বজন সমাবেশ কুলিয়ারচর উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ জাকারিয়া’র দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের সহ- সভাপতি সৈয়দ মোঃ জাকারিয়া (স্বজন উপদেষ্টা), সাধারণ সম্পাদক এম.এ লায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুদ্দিন হিমেল, অর্থ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ- অর্থ সম্পাদক প্রদীপ কুমার সরকার, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান বাদল, ক্রিয়া সম্পাদক আবুল হাসেম, সহ-ক্রিয়া সম্পাদক উবায়দুল্লাহ সুজন প্রমুখ।
উল্লেখ্য, কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবি কল্যাণ পরিষদের আয়োজনে প্রতি বছরের মত এ বছরও ১৮ ফেব্রুয়ারি খাগড়াছড়ি, রাঙামাটি ও সাজেক ভ্যালি ভ্রমণের আয়োজন করা হয়েছে।