হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সমবায়িদের মাঝে ক্রেষ্ট প্রদান

কালিগঞ্জে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সমবায়িদের মাঝে ক্রেষ্ট প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 214 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেথে কালিগঞ্জে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সমবায়িদের মাঝে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শুরুর প‚র্বে জাতীয় ও সমবায়ি পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল,বক্তব্য রাখেন গোবিন্দকাটি পল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি সমবায়ি দিলিপ সরকার, সমবায়ি আবু সাইদ প্রমুখ। বন্ধন সমবায় সমিতির আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে সমবায় দিবসের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখে উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার ৩জন শ্রেষ্ট সমবায়ি ও ১২টি শ্রেষ্ট সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারী সাংবাদিক সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন