হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আ.লীগ সাধারন সম্পাদকের উদ্যোগে ’জেল হত্যা দিবসে’ আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় আ.লীগ সাধারন সম্পাদকের উদ্যোগে ’জেল হত্যা দিবসে’ আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 176 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

ঐতিহাসিক জেল হত্যা দিবসে কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে বিশ্বাস মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আ.লীগের সহ.সভাপতি শেখ জাকির হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি’র পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, আ.লীগ নেতা সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, সাবেক চেয়ারম্যান সাঈদ আলী গাজী, সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, আ”লীগ নেতা আব্দুল মান্নান, জয়দেব সাহা, ডালিম হোসেন, অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির, শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ খাঁন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল হোসেন মল্লিকসহ আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। সভা শেষে, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন