হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে গালর্স পাইলট হাইস্কুলের স্কুলের অফিস কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান । স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি বিপ্লব হোসেন।

অন্যদেও মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, রাশেদুল হাসান কামরুল , শিক্ষক মোস্তাফিজুর রহমান, নাজনীন খাতুন, শেখ শাহাজাহান আলী শাহিন সহ শিক্ষকবৃন্দ। কর্মশালায় ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি বিপ্লব হোসেনের বদলিজনিত কারনে উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। সব শেষে, ঢাকা আহছানিয়া মিশনের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন