হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জাতীয় কৃষক পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

নড়াইলে জাতীয় কৃষক পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 135 ভিউজ
নড়াইল অফিস :
নড়াইলে জাতীয় কৃষক পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার শেখহাটি বাজারে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান টেপা।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয় কৃষক পার্টির সেক্রেটারি ও জাপার সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।
অনুষ্টানের উদ্বোধন  করেন নড়াইল জেলা জাপার সভাপতি ও খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। সদর উপজেলা কৃষক পার্টির সভাপতি বিষ্‌ঞুপদ রায়ের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরিফুল ইসলাম চৌধুরী,জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল  হক জহির,কাজী এনায়েত, লিয়াকত হোসেন,মো: আলমগীর হোসেন, হুমায়ুন কবীর শায়ন,শিকদার হাদিউজ্জামানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে নড়াইল সার্কিট হাউজে জেলা জাপা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান টেপা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন