হোম অন্যান্যসারাদেশ বিকাশে টাকা হাতিয়ে নেয়া চক্রের কবলে ২৩ হাজার টাকা খুইয়েছেন খুবি ছাত্রী

বিকাশে টাকা হাতিয়ে নেয়া চক্রের কবলে ২৩ হাজার টাকা খুইয়েছেন খুবি ছাত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ

খুলনা অফিস:

বিকাশ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়া চক্রের খপ্পরে পড়ে ২৩ হাজার টাকা খুইয়েছেন খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্রী মৌমিতা রায়। তিনি শুক্রবার সন্ধ্যায় বিকাশ হ্যাকিং চক্রের কবলে পড়েন বলে জানিয়ে শনিবার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানার ৬৩১ নম্বর সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় +১৬২৪৭ থেকে কল কওে বিকাশ এজেন্ট অফিস থেকে কল করা হয়েছে বলে কিছু তথ্য চাওয়া হয়। তিনি তাদের চাহিদা মত সকল তথ্য দেন। এর কিছুক্ষন পরে দেখতে পান তার বিকাশ একাউন্ট থেকে ১৫ হাজার ও ৮ হাজার দুই দফায় ২৩ হাজার টাকা বের করে নেয়া হয়েছে। বিষয়টি বিকাশ কর্তৃপক্ষের হট লাইনে জানান হলে তাকে বলা হয় ০১৮৮২২৩৫৬৪৬৭ পারসোনাল নম্বরে ১৫ হাজার টাকা এবং ০১৮৪৬৭৫৩৮০৭ এজেন্ট নম্বরে ৮ হাজার টাকা নেয়া হয়েছে। শনিবার বিকেল ৩ টা ৩২ মিনিটে ০১৮৪৬৭৫৩৮০৭ ফোন করে সেটি খোলা পাওয়া যায়। এদিকে বিকাশ চক্রের খপ্পরে পড়ে টাকা খুইয়ে ওই ছাত্রী চরম বিপাকে পড়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন