হোম অন্যান্যসারাদেশ নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 127 ভিউজ

 যশোর অফিসঃ

নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রæত বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটি যশোর শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যশোরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় বক্তরা বলেন, সারা দেশের ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। নিপীড়ন ও ধর্ষণকারীরা জানেন তাদের কোনো বিচার হবে না, শাস্তি হবে না। এ কারণেই তারা যা খুশি তাই করছেন। বিগত বছর চেয়ে চলতি বছরে ধর্ষণ অনেক গুন বেড়ে গেছে। ধর্ষণের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের অতিদ্রæত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন