নড়াইল অফিস :
নড়াইলে পাওনা টাকা না দিতে নানা চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকালে উৎসব কমিউনিটি সেন্টারে স্থানীয় বিডি খবর পত্রিকার সম্পাদক লিটন দত্ত, তার শ্যালক কল্যান বিশ্বাস লালুর বিরুদ্ধে নজরুল ইসলাম, সাধন বিশ্বাসসহ এলাকার কয়েকজন ভ‚ক্তভোগী এ সংবাদসম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভ‚ক্তভোগীরা অভিযোগ করেন, লিটন দত্ত ও তাদের মাঝে বন্ধুপ্রতিম সম্পর্কের সুযোগে লিটন ও তার শ্যালক তাদের আত্তীয়ের চাকরি, ব্যবসাসহ নানা অজুহাতে ২৫ লক্ষাধিক টাকা ধার নেয়। একই পন্থায় আরো অনেকের নিটক থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে সম্প্রতি লিটন নিরুদ্দেশ হয়ে যায়।
এ অবস্থায় দক্ষিণ নড়াইল এলাকার নজরুল নিজের পাওনা ১১ লক্ষ টাকা লিটনের শ্যালক কল্যান বিশ্বাস লালুর নিকট ফেরত চাইলে লালু টাকা ফেরৎ দেয়ার অঙ্গিকার করে নজরুলকে নিশ্চয়তা হিসেবে সেচ্ছায় একটি চেক দেয়। এর এক পর্যায়ে লালু, নজরুলের বিরুদ্ধে, তাকে নির্যাতন করে তার নিকট থেকে জোর করে চেক আদায়ের অভিযোগ তুলে সাম্প্রদায়িক উষ্কানীর মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করে। ধারের টাকা না দিতে লালু, লিটন চক্রের অপ কৌশলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভ‚ক্তভেগীরা পাওনা টাকা ফিরে পেতে অতিসত্বর আইনের আশ্রয় নেয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে এলাকার বিশিষ্টব্যক্তিবর্গ ও বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।