হোম অন্যান্যসারাদেশ চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও গুরুতর আহত ৫

চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও গুরুতর আহত ৫

কর্তৃক admin
০ মন্তব্য 275 ভিউজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

তেলের টেঙ্কারের সাথে বোরাকের মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সা ড্রাইভার নিহত ও অপর ৫ যাত্রি আহত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার চরফ্যাশন পৌর এলাকার কাইমুদ্দিন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় বোরাক ড্রাইভার দিদারুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত দিদারুল ইসলাম উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের বাসিন্দা বশির উল্লাহর ছেলে।

এছাড়াও বোড়াকের অপর ৫যাত্রি গুরুতর আহত হলে স্থানিয়রা উদ্ধার করে তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল সদর হাসপাতালে রেফার করেন। আহতরা হলেন, উপজেলার আসলামপুর ইউনিয়নের কনিকা (৪০),জাবের(১৮), জুয়েল (২২),মনির(৩২) ও রাজু (২৩)। চরফ্যাশন থানার এসআই নাজমুল ইসলাম জানান, তেলের টেঙ্কারের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটো ড্রাইভার দিদারুল ইসলাম নিহত ও অপর ৫যাত্রি গুরুতর আহত হয়েছেন। লাশের সুরোতহাল প্রতিবেদন নেয়া হয়েছে। তেলের টেঙ্কারের ড্রাইভার পলাতক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন