হোম জাতীয় নড়াইলে সড়কের গাছ ভেঙ্গে এক পল্লীবিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নড়াইলে সড়কের গাছ ভেঙ্গে এক পল্লীবিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 119 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলে সড়কের পাশের গাছ ভেঙ্গে এক পল্লীবিদ্যুৎ শ্রমিকের মর্মান্তীক মৃত্যু হয়েছে। এতে অহত হয়েছে ২জন। শনিবার সন্ধায় নড়াইল কালিয়া-সড়কে সদর উপজেলা ফুলশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, নতুন লাইন বসানো কাজ শেষ করে সন্ধা নাগাদ যন্ত্রপাতি, মালামাল নিয়ে নসিমন যোগে স্থানীয় তালতলা পল্লীবিদ্যুৎ অফিসে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। পতিমধ্যে নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় একটি সজনীগাছ তাদের উপর ভেঙ্গে পড়ে। এতে নসিমনে আরোহী তিন শ্রমিক গুরুত্বর আহত হয়। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তরিকুল ইসলাম নামের এক জনকে মৃত ঘোষনা করেন। যশোর জেলার মনিরামপুরের মনির ও শার্শার রাসেল নামে আহত দু’জনকে সেখানে ভর্তি করা হয়েছে। মৃত তরিকুলের বাড়ি কশোবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে। এ ঘটনায় পল্লীবিদ্যুৎ শ্রমিকদের মাঝে শোখের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন