হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার কুলিয়ায় কোরআন অপমাননা করায় সোহাগ নামের এক যুবককে গণপিটুনি, আটকের পর ধর্ম অপমাননার মামলা

দেবহাটার কুলিয়ায় কোরআন অপমাননা করায় সোহাগ নামের এক যুবককে গণপিটুনি, আটকের পর ধর্ম অপমাননার মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে সোহাগ (২৫) নামের এক যুবক পবিত্র কুরআন অপমাননা করে ফেইসবুকে স্ট্যাটার্স দেওয়ায় গণপিটুনি এবং পরে আটকের পর ধর্ম অপমানার মামলা করেছে দেবহাটা থানা পুলিশ। সোহাগ পুষ্পকাটি গ্রামের মন্জুরুল এর মেজে ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার ৬ অক্টোবর জোহরের নামাজের পরে পুষ্পকাটি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন তার বাড়িতে। সোহাগ তার ফেইসবুকে লিখেছেন, আল্লাহ বলে কিছু আছে আমি মনে করি নাই, আমি ইসলাম ধর্মের এক ছেলে, আজ আমি নিজ পায়ে কোরআনকে পায়ে লাথি মেরে ফেলে দিয়েছি এবং আমার নিশ্চয় কোরআনকে পায়ের নিচে ফেলেছি। কারণ আমার মতো ছেলের কাছে কোরআন ফালতু। আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই এবং তার পাশাপাশি এটাও বলতে চাই, ইসলাম ব্যতীত আর ধর্ম আমি মনে করি সেটাই সঠিক। কারণ কোরআন মানুষের আলোর পথ দেখা দেয় না। কারণ আমি মনে করি কোরআন একটা ফালতু। এই স্ট্যাটার্স ফেইসবুকে দেখে এলাকার আলেম ওলামাসহ এলাকাবাসীরা সোহাগের বাড়িতে যেয়ে তাকে এলাকার ছেলে হিসাবে অনুরোধ করে বলে তুমি কোরআনকে অপমাননা করেছো তার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে নইলে তোমার বিপদ হবে। এই কথা বলার পর সোহাগ আলেম ওলামাদের বাজে গালিগালাজ করতে থাকে এবং তাদেরকে মারধর করতে উদ্ধত হয়। এই ঘটনার পর আলেমদের মধ্যে একজন সোহাগের উশৃংখল আচরণ ফেইসবুকে দেওয়ার পর মুহূর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে। তারপরেই দুপুর ২ টা থেকে বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ সোহাগের বাড়িতে এসে ভীড় জমাতে থাকে এবং তাকে গণপিটুনি শুরু করতে থাকে। গণপিটুনিতে যে কোন মুহুর্তে তার জীবন সংশয় হতে পারে এই আশংকায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানকে জানানো হলে তিনি তৎক্ষনাৎ পুলিশ পাঠাইয়া তাকে আটক করে দেবহাটা থানায় নিয়ে যায়। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত সোহাগের নামে ধর্ম অপমাননার মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন