হোম অন্যান্যসারাদেশ হাত ‘চিকন’ থাকায় হ্যান্ডকাফ খুলে পালিয়েছে আসামি

হাত ‘চিকন’ থাকায় হ্যান্ডকাফ খুলে পালিয়েছে আসামি

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

নিউজ ডেস্ক:
বরগুনার আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে। পুলিশ বলছে, হাত চিকন থাকায় হ্যান্ডকাফ খুলে পালিয়েছে আসামি। তাকে আইনের আওতায় আনকে অভিযান চলছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় ওই আসামি।

পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মিজানুর রহমান।

জানা যায়, আল আমিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়। এমনকি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। রোববার আদালতে হাজির করলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে আসামিদের কারাগারে নেওয়ার পথে জেলা ও জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়।

কোর্ট পরিদর্শক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, হাত চিকন থাকায় হাতকড়া খুলে আসামি পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আল আমিনকে খুঁজছে। তার পলায়নে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন