হোম রাজশাহী ৬ চিরকুটে ইসলামি বক্তাকে হুমকি ‘শেষ খাওয়া খেয়ে নে’

৬ চিরকুটে ইসলামি বক্তাকে হুমকি ‘শেষ খাওয়া খেয়ে নে’

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

অনলাইন ডেস্ক:
রাজশাহীর মোহনপুরে একজন ইসলামি বক্তার বাসার সামনে কাফনের কাপড় রেখে চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার বাসার সামনে চিরকুট লিখে ফেলে রেখে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দুপুরে মোহনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই ইসলামি বক্তার নাম হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ (২৭)। তিনি উপজেলার পরিজুনপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জিডিতে হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ উল্লেখ করেন , ‘আমি একজন ব্যবসায়ী এবং আলেম। আমি সারাদেশে ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করি। আমি রাজশাহীতে (নগরীতে) বাসা ভাড়া নিয়ে থাকি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমার মা আমাকে ফোন দিয়ে জানায়, কে বা কারা আমার বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে আমার নাম দিয়ে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকির কথা লিখে দেওয়ালে আটা দিয়ে লাগিয়েছে। আমি উক্ত সংবাদ পেয়ে বাড়িতে এসে উক্ত কাগজ দেখতে পাই। রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে এ কাজ করেছে।’

বাসার সামনে ৬টি চিরকুট লেখা রয়েছে বলে তিনি জানান। গালিগালাজ করে চিরকুটে লেখা ছিল—‘আমরা আবার ফিরবো ভয়ঙ্কর রূপে, তোরা প্রস্তুত হয়ে যা। তোর কাফনের কাপড় আমাদের কাছে রেডি আছে, তোর কবরের কাছে দিয়ে আসবো। খুব তো আন্দোলনে সামনে ছিলি, এবার দেখবো তোর কেমন সাহস। তোকে কে বাঁচাবে?’ ‘তুই জীবনের শেষ খাওয়া খেয়ে নে।’ ‘তুই বাড়ি থেকে বের হলে তোর মৃত্যু নিশ্চিত।’

এ বিষয়ে হাফেজ মাওলানা মো. মোস্তাকিম বিল্লাহ বলেন, হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে আমি সামনের সারিতে ছিলাম এবং অনেককে আন্দোলনে নিয়ে গেছিলাম। এরপর থেকে হুমকি আসতে থাকে। আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল। বর্তমানে নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।

এ ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, থানায় জিডি হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত বিষয় বেরিয়ে আসবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন