হোম দেবহাটা তোমরাও পারবে আমার মত হতে,দেবহাটায় বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে:উপ সচিব

তোমরাও পারবে আমার মত হতে,দেবহাটায় বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে:উপ সচিব

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটা পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩০ শে ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় স্কুলের আঙিনায় অনুষ্ঠানের মধ্যেমে ফলাফল প্রকাশ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব ও ক্রীয়া উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, তিনি বক্তব্যে বলেন আমি আমার জীবনে শৈসবের বেশির ভাগ সময় এই স্কুলে কাটিয়েছি, আমি চাই এই স্কুল থেকে যারা পাশ করে বের হবে তারা আমার মতো উচ্চ পদস্থ স্থানে চাকরি করো।এই সময় অনন্যদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিয়াদ আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের সরকারি অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক ওই সাবেক সভাপতি আবু তালেব মোল্লা, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক পারুলিয়া বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম ,
দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ,স্কুলের সহকারী শিক্ষক স্বপ্নন কুমার মন্ত্রিক, শিক্ষক রেহানা খাতুন,লাবুনী পারভীন,সাহানুর নাহার,সহব্বত আলী,সেলিনা খাতুন,তানিয়া সুলতানা, আরিফা পারভীন রাশিদা খাতুন শিক্ষক অরুনা দাস শিক্ষকরা বলেন, বলেন ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে স্কুল শিক্ষকদের ডিজিটাল মুভমেন্ট হাজিরা সহ মনোরম পরিবেশ আছে অভিভাবকদের বিশ্রাম রুম আর স্কুলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করে আপনার ছেলে মেয়েকে সুস্থ স্বাভাবিক করে তোলার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন