অনলাইন ডেস্ক:
চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে এমভি আল-বাকেরা নামে একটি পণ্যবাহী নৌযান থেকে ৬ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আরো তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে লাশগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
চাঁদপুর কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ৬ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরো ৩ জনকে উদ্ধার করা হয়েছে।